DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যুগান্তরের সম্পাদক-প্রতিবেদকের বিরুদ্ধে মানহানি মামলা

Astha Desk
আগস্ট ১৬, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

যুগান্তরের সম্পাদক-প্রতিবেদকের বিরুদ্ধে মানহানি মামলা

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম এবং কক্সবাজারের প্রতিবেদক জসিম উদ্দিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।

আজ বুধবার (১৬আগষ্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটি দায়ার করা পর বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। বাদী পক্ষের আইনজীবী খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট বাদী একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কক্সবাজার যান। সেখানে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ বিতরণের অনুষ্ঠানে যোগদানের আগে সন্ত্রাসীদের হামলায় আহত এস. এন. ই কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দেখতে যান। তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখানে কারো সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও স্থানীয় প্রতিবেদক জসিম উদ্দিন গত ১০ আগস্ট “দৈনিক যুগান্তর” পত্রিকায় “স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড: কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল” শিরোনামে মানহানিকর সংবাদ প্রতিবেদন তৈরি করে সম্পাদক সাইফুল আলমের কাছে পাঠালে তিনি কোনোরূপ যাচাই-বাছাই না করেই ছাপিয়ে দেন। এতে বাদীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদকের বরাত দিয়ে একটি প্রতিবাদ লিপি প্রকাশ করেন। যা দৈনিক যুগান্তর পত্রিকা গ্রহণ করে। পরবর্তীতে “দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন পোর্টাল থেকে উক্ত নিউজটি রিমুভ করে দেওয়া হয়। কিন্তু প্রকাশিত পত্রিকায় ভুল, মিথ্যা ও বানোয়াট নিউজ সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ না করায় বাদী সংক্ষুব্ধ হয়ে উক্ত বানোয়াট সংবাদের কপি নিয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করতে যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১