DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতিতে ইসরায়েল ও আমেরিকার না

Ellias Hossain
অক্টোবর ৩১, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যুদ্ধবিরতিতে ইসরায়েল ও আমেরিকার না

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত বন্ধে যুদ্ধিবিরতির বৈশ্বিক আহ্বান প্রত্যাখ্যান করেছে আমেরিকা। দেশটি বলেছে, এখন যুদ্ধবিরতির সময় নয়। সূত্র-রয়টার্স ও বিবিসি।

স্থানীয় সময় সোমবার জন কিরবি বলেন, যুদ্ধবিরতির পরিবর্তে গাজায় সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া প্রয়োজন। গাজার ২২ লাখ মানুষ খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের সংকটে ভুগছে।

এর আগে গাজায় যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার দখলদার ইসরায়েলের তেল আবিবে বিদেশি গণমাধ্যমের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধবিরতি হবে না। এখন যুদ্ধের সময়। আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য আমরা যুদ্ধ করছি।

নেতানিয়াহু আরও বলেন, এখন যুদ্ধবিরতির আহ্বানের অর্থ হচ্ছে ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান। অর্থাৎ সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণের আহ্বান। এটি আমরা কখনোই করব না।

এরপর গতকাল আমেরিকার জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, এখন আরও বেশি ত্রাণবাহী ট্রাক মিশর হয়ে গাজায় প্রবেশ করতে দেওয়া উচিত। এ ব্যাপারে ইসরায়েল সরকারের সঙ্গে আমেরিকার কথা হয়েছে। আমরা প্রতিদিন সীমান্ত অতিক্রমকারী ত্রাণবাহী গাড়ির সংখ্যা ১শতে উন্নীত করতে চাই।

গত রোববার ৪৫টি ট্রাক মিশরের রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে বলে জানান জন কিরবি। তিনি বলেন, ত্রাণবাহী ট্রাকের সংখ্য আরও বাড়ানো দরকার।

এর আগে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বিবিসিকে বলেছিলেন, যুদ্ধ শুরু হওয়ার আগে দিনে প্রায় ৫শ ট্রাক গাজায় প্রবেশ করেছিল।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে তীব্র যুদ্ধ চলছে। গাজার স্বাস্থ্য সমন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ দিনে ইসরায়েলি বোমা হামলায় ৮ হাজার ৩শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তাদের অন্তত ১ হাজার ৪শ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া হামাসের হাতে আটক রয়েছে অন্তত ২শ ২৯জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬