DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী আটক

Astha Desk
সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী আটক

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্বনছলিয়া গ্রামের শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নাঈম ফকির (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহত নাঈম ফকির উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রেমের সম্পর্ক ধরে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামাণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন নাঈম ফকির। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়।

নাঈমের মা লাকী বেগম বলেন, গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার ছেলের বউ বিজুরী আক্তার নাঈমকে বেড়ানোর কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। নাঈমকে তারা (পুত্রবধু বিজুরীসহ শ্বশুর বাড়ির লোকজন) পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। এদিকে এ ঘটনার পর থেকেই নিহত নাঈমের শ্বাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছে।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]