DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ কর্মী শাকিল হত্যা মামলা: প্রধান আসামি সুলতানসহ গ্রেফতার ৩

News Editor
অক্টোবর ১২, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার যুবলীগ কর্মী শাকিল হত্যা মামলার প্রধান আসামি সুলতানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামি সুলতান (৪৮), তার স্ত্রী মলি বেগম (৪০) ও ছেলে শাওন (২৬)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা। জানা গেছে, গত ১২ জুন সকাল ১০টার দিকে শহরের আকাশতারা এলাকায় নারুলী তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে সুলতান যুবলীগ কর্মী শাকিলকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়।

সম্পত্তি লিখে নিয়ে সড়কে ছুড়ে ফেলল বৃদ্ধ বাবাকে, ঠাঁই হলো হাসপাতাল

এলাকায় বালুর ব্যবসা ও আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে ওই দিন শাকিল ও তার সহযোগীরা সুলতানের ছেলে শাওনকে খুন করতে যায়। এ সময় শাওনের বাবা-মা ও তার সহযোগীরা শাকিলের রামদা কেড়ে নিয়ে তাকেই কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত শাকিলের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে সুলতান, তার স্ত্রী ও ছেলেসহ নয়জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ ইতোপূর্বে চিনি আল আমিন ও রাফী নামে দুইজনকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই মামলার প্রধান আসামি সুলতান তার স্ত্রী ও ছেলেসহ লালমনিরহাট জেলার হাতিবান্দায় পালিয়ে ছিলেন।

কয়েকদিন আগে তারা বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেই সংবাদ পেয়ে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮