রিয়াজুল হক সাগর :রংপুর জেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজানে মাসব্যাপী সেহরি বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুর নগরীর তাজহাটে (দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং) এ সেহরি বিতরণ করা হয়।
রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি সার্বিক তত্ত্বাবধানে সেহরি বিতরণ কর্মসূচির আজ নগরীর চক আশরতপুর, শাপলা চত্বর এলাকায় গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষদের মাঝে সেহরি বিতরণ করা হয়।
রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় শুরু থেকেই মাঠে কাজ করে যাচ্ছে রংপুর জেলা ছাত্রলীগ। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাদেশে লকডাউন চলছে।
বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে রংপুরে অনেক অসহায় মানুষ আছে। চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে এসব অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের কথা চিন্তা কওে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার ও সেহরিতে তাদের রান্না করা খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা সংকট চলাকালীন রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সেহরি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, উপ প্রচার সম্পাদক নাহিদ হাসান, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, ছাত্রলীগ নেতা আল শাহরিয়ার, মেহেদী হাসান জিম, কিম শাওন, মাহফুজার রহমান রাকিব, নয়ন ইসলাম, তৌহিদ, রেজুয়ানুর রহমান রিদয় প্রমখ।