রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেছেন, ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ পেশায় পুলিশ সদস্যরা নিয়োজিত। অধিকাংশ পুলিশ সদস্যই পরিবারের সদস্যদের সময় দিতে পারে না। তারপরও আমাদের সন্তানরা পিছিয়ে নেই।
বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাচ্ছে। প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাদের অর্জন ও মেধাকে স্বীকৃতি দিতে হবে। গতকাল দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরপিএমপি কমিশনার একথা বলেন। অনুষ্ঠানে ২৮ কৃতি শিক্ষার্থীকে মেডেল, মেধাবৃত্তি ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। আরপিএমপি কমিশনার আবদুল আলীম মাহমুদ বলেন, উন্নত দেশ ও শিক্ষিত জাতি গঠনে প্রয়োজন মানসম্মত শিক্ষার। সঙ্গে শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ প্রদান প্রয়োজন। আমাদের সন্তান যেমন আমাদের ভবিষ্যত, তেমনি উন্নত বাংলাদেশের ভবিষ্যত নাগরিক।
যেখানে গুণের কদর নেই সেখানে গুণীর জন্ম হয় না। আরপিএমপি মেধাবীদের মূল্যায়নে উৎসাহ প্রদায়ী ও মেধাবৃত্তি প্রদান করে আসছে। তাদের অর্জন ও মেধাকে স্বীকৃতি দিতেই আরপিএমপি সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের গর্বিত অভিভাবকের আসন অলংকৃত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ ও উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মো. আবু সাইম। আরও উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায় প্রমুখ। এছাড়াও আরপিএমপির উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারসহ সকল সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফারুক খলিল, কৃতি শিক্ষার্থীদের মধ্যে তাহিয়া তাসনিম (এসএসসি) ও পলাশ রায় (এইচএসসি) অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক দিক তুলে ধরে বক্তব্য দেন আরপিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ কমিশনারের মেয়ে অপ্সরা আলীম ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ১২ জন এসএসসি ও ১৬ জন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।