রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর নগরের পায়রা চত্ত্বর সংলগ্ন এলাকা থেকে আজ বুধবার (৩১ মার্চ) বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
নকল ঔষধ বিক্রির অভিযোগে ফাইম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে আরও অংশগ্রহণ করেন মেট্রোপলিটন পুলিশ ডিবি এর সদস্যগণ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি।
রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রতিনিধি ও ডিবি’র সদস্যদের উপস্থিতিতে বিকেল ৫ টার দিকে রংপুর নগরের পায়রা চত্ত্বর এলাকার একটি দোকানে অভিযান চালানো হয়।
এ সময় ফাইম ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ঔষধ পাওয়া যায়। এর বেশির ভাগই ছিল নকল এন্টিবায়োটিক। পরে জব্দকৃত ঔষধ ধ্বংস করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।