DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

DoinikAstha
মার্চ ৩০, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কসবা সাগরপুর দীঘিপাড়া গ্রামের হযরত আলী ছেলে মেহেদী (২৪) ও একই উপজেলার ব্যাপারীটারী গ্রামের ফরমান মিয়ার ছেলে খোকন মিয়া (৩২)।

মঙ্গলবার দুপুরে তাদেরকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলিরবিল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মেহেদী ও খোকনকে পুলিশ আটক করে। পরে তাদের সাথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র। তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]