শিরোনাম:
রংপুরে হেফাজতের হরতালে কোন প্রভাব পড়েনি
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১০৮৫ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
হেফাজতে ইসলামের ডাকা আজকের হরতালে রংপুরে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। নিত্যদিনের মতো সকল যানবাহন অফিস আদালতের কর্যক্রম ছিলো স্বাভাবিক। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খুলেছে।
আন্তঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। ছিলো চোখে পড়ার মত। বেলা ৩টা পর্যন্ত হরতালের সমর্থনে কাউকে দেখা যায়নি।
রাস্তাঘাটে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম হলেও প্রায় স্বাভাবিক বলা চলে। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হরতালের সমর্থনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বস সময় ।