রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
আলোচনা সভায় সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার প্রমুখ।
এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, চিত্রাঙ্কন, রচনা ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে গঙ্গাচড়া মডেল থানার আযোজনে বিকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘের চুড়ান্ত সুপারিশ প্রপ্তিতে আনন্দ উদযাপন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।