DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুরের মিঠাপুকুরে অভিমানে ছেলের আত্মহত্যা,

DoinikAstha
এপ্রিল ৮, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে মা-বাবার ওপর অভিমান করে আব্বাস আলী নামে এক কিশোর আত্মহত্যা করেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ঘটনার একদিন পর বাবার মৃত্যু হয়েছে। নিহত আব্বাস আলী ওই উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুরের মোজাম্মেল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার সন্ধায় নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্বাস মিয়া।
পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার বিকেলে বাবা মোজাম্মেল হকের মৃত্যু হয়।
একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।
ছেলে আব্বাস আলীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাবা মোজাম্মেল হকের স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]