রাজধানীতে আরো ২বাসে আগুন
আস্থা ডেস্কঃ
বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে আরো ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শ্যামলীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পরই নতুন বাজার এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়ার খবর আসে। এর ঘণ্টাখানেকের মধ্যে জানা যায়, মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। সবশেষ বুধবার রাত ৯টার দিকে রাজধানীর পল্লবী থানার সিরামিক রোডে বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেু হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিরামিক রোডে বাসটি দাঁড়িয়ে ছিল। বাসটিতে কোনো যাত্রী ছিল না।
ডিএমপি ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) ইমরুল বলেন, শ্যামলীতে ওয়েলকাম পরিবহনে যাত্রী বেশে উঠে আগুন দিয়ে বাসটি থেকে নেমে যায় কয়েকজন দুষ্কৃতিকারী।
এরকিছুক্ষণ পরই রাজধানীর বাড্ডা নতুনবাজার এলাকার কোকাকোলা অফিসের সামনে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সকালে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
রাত সোয়া ৯টার দিকে মিরপুর-১২ নম্বরে বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এছাড়াও ১টি এম্বোল্যান্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মধ্যে। যার প্রভাব পড়েছে সড়কেও। সকাল থেকে রাজধানীর অধিকাংশ সড়কই ছিল ফাঁকা। সন্ধ্যার পর অল্প সময়ের ব্যবধানে দুটি বাসে আগুন লাগার পর নগরীর সড়কগুলো আরও ফাঁকা হয়ে যায়।