যাদের পছন্দ সাদা মানে ভদকা, তাদের জন্য রয়েছে আরো সরাসরি সার্ভিস। স্পিরিটের সাথে পানি মেশানোর পর হয়ে যাচ্ছে সুপরিচিত সব ব্রান্ডের মদ।
বাজারে যত ব্রান্ড পাওয়া যায় তার প্রায় সবই পাওয়া যাবে এই কারখানায়। নেই কোন প্রাতিষ্ঠানিক সিল কিংবা ল্যাব। তবুও বোতলের পর বোতল বিদেশি মদ তৈরি হয় এখানে।
গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ, সোমবার গভীর রাতে অভিযান চালায় ভাটারার, খিলবাড়ির টেক মুক্তিপল্লী এলাকায়।
বেশ কিছুদিন ধরেই এ চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় সাপ্লাই দিয়ে আসছিলো এমন ভেজাল বিদেশি মদের বোতল। যাতে মৃত্যুঝুকির আশংকা প্রবল।ঐ বাড়ি থেকে মুলহোতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। অভিযান চলমান রয়েছে আশপাশের এলাকায়।















