রাজধানীতে ২ বাসে আগুন
আস্থা ডেস্কঃ
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যায় পর রাজধানীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দুটি আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে
ওয়েলকাম পরিবহনের একটি বাসে ও সন্ধ্যা ৭টার কিছু পরে নতুনবাজারের কোকাকোলা মোড়ে বৈশাখি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) ইমরুল আগুনের তথ্য নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ফায়ার সার্ভিস মিডিয়া বলছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সারা দেশে মোট ২১টি আগুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে ঢাকা শহরে ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি, রাঙ্গুনিয়া) ৪টি, রাজশাহী বিভাগ (বগুড়া, রায়গঞ্জ) ৪টি, রংপুর বিভাগে (পার্বতীপুর) ১টি।