রাজবাড়ীতে সাড়ে ৩১ কেজি গাঁজাসহ আটক ২
আবুল কালাম আজাদ ,রাজবাড়ী
রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা,পিকআপসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের মৃত ওহাব হরকরার ছেলে মোঃ আজাদ হরকরা(৩৩), -মোঃ জাকির হরকরার ছেলে মোঃ রানা হরকরা(২১)।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে।
এ বিষয়ে শুক্রবার ভোর রাতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ী চক্র গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুর আগমন করছে।
এ সময় ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী টু ফরিদপুর মহাসড়ক সংলগ্ন দেওয়ান হাইওয়ে রেস্তোরার সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হরকরা(৩৩), মোঃ রানা হরকরা(২১) কে আটক করা হয়। এ সময় আটককৃতদের হেফাজতে থাকা ৩১.৫ কেজি গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রি কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন, ১ টি পিকআপ গাড়ী এবং মাদক বিক্রিত ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য মদ ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।