রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০১৫ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে নানা আয়োজনে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
ছবি দৈনিক আস্থা
এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল খালেক, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক সমকালের সাংবাদিক রহিম রেজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার ফাইটার ও স্কাউট শিক্ষার্থীরা
আলোচনা সভা শেষে দুর্যোগকালীন প্রস্তুতি বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক মহড়া প্রদর্শন করেন।
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এমএইচ/আস্থা