DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরের চার জুয়াড়িকে ১৫দিন বিনাশ্রম কারাদণ্ড

News Editor
জুলাই ৫, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাজাপুরের চার জুয়াড়িকে ১৫দিন বিনাশ্রম কারাদণ্ড

বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে চার জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রোপাশা জোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন। পরে রাতেই তাদের থানায় সোপর্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রপাশা এলাকার মৃত আব্দুল জুলমত খানের ছেলে মো. আব্দুস ছোবাহান খান (৬০), মো. হেদায়েত হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (২৮), মৃত হোসেন আলী খানের ছেলে মো. খসরু খান (৪০), মৃত মোসলেম হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (২২)। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন :  খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]