DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রামপালে অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষক মিজানুর রহমান বরখাস্ত

Astha Desk
জুলাই ২৭, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

রামপালে অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষক মিজানুর রহমান বরখাস্ত

 

রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরসহ শিক্ষক মোঃ মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানম স্বাক্ষরিত রা.পাই.মা. বা.বি ২২/২০২৩ নং স্মারকের আদেশে অর্থনৈতিক তসরূপ ও শৃঙ্খলা বিধি ভঙ্গের অভিযোগে গত ২৬ জুলাই তাকে বরখাস্ত করেন।

 

এ বিষয়ে বরখাস্তকৃত মিজানুর রহমানের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, কেন বরখাস্ত করা হয়েছে সেটি তার জানা নেই।

 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানম জানান, মিজানুর রহমান কে অর্থনৈতিক তসরূপ ও শৃঙ্খলা বিধি ভঙ্গ করায় পর পর দুইটি কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে এ বরখাস্ত করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।