DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রিজার্ভ ছাড়িয়ে ৩০ বিলিয়ন ডলারে

Astha Desk
মে ১০, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রিজার্ভ ছাড়িয়ে ৩০ বিলিয়ন ডলারে

 

আস্থা ডেস্কঃ

বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেটের ঋণ সহায়তা হিসেবে ৫শ ৭ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ। এই অর্থ রিজার্ভে যোগ হয়েছে। ফলে দেশের রিজার্ভ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাজেটের অর্থ সহায়তা হিসেবে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশকে ৫শ ৭ মিলিয়ন ডলার নগদ ঋণ দিয়েছে বিশ্বব্যাংক।

 

এছাড়া আগামী দিনে দাতা সংস্থাগুলোর কাছ থেকে আরও ঋণ পাওয়া যাবে। এছাড়া বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের নানা ধরনের সুবিধা দেওয়া হয়েছে, তাতে আগামী দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে আশা করা যাচ্ছে। তাতে ভবিষ্যতে রিজার্ভের পরিমাণ বাড়বে।

 

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, অনেকগুলো বিষয় পাইপলাইনে আছে। যেসব সংস্থা থেকে আমাদের ঋণ সহায়তা চাওয়া হয়েছে সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগিরই আমরা তাদের থেকে ঋণ সহায়তা পাব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮