ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রূপপুরের বালিশকাণ্ডের তদন্ত ৬ মাসে শেষ করতে নির্দেশ

News Editor
  • আপডেট সময় : ০৮:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১০৭০ বার পড়া হয়েছে

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আলোচিত বালিশকাণ্ডের ঘটনায় দুদকের দায়ের করা তিন মামলার তদন্ত আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলায় ঠিকাদার মো. শফিকুল ইসলামের জামিন আবেদন ছয় মাসের জন্য মুলতবি রেখেছেন আদালত।

সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।+

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আবাসিক ভবনে (গ্রিন সিটি) আসবাবপত্র সরবরাহে অস্বাভাবিক দাম ধরে দুর্নীতি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। সেখানে একটি বালিশের পেছনে ৬ হাজার ৭১৭ টাকা ব্যয় দেখানোর খবর গণমাধ্যমে আসায় এটা ‘বালিশ দুর্নীতি’হিসেবে পরিচয় পেয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৩ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে ৩১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের দায়ে চারটি মামলা করে। এর মধ্যে তিনটি মামলার আসামি ঠিকাদার শফিকুল ইসলাম।

রূপপুরের বালিশকাণ্ডের তদন্ত ৬ মাসে শেষ করতে নির্দেশ

আপডেট সময় : ০৮:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আলোচিত বালিশকাণ্ডের ঘটনায় দুদকের দায়ের করা তিন মামলার তদন্ত আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলায় ঠিকাদার মো. শফিকুল ইসলামের জামিন আবেদন ছয় মাসের জন্য মুলতবি রেখেছেন আদালত।

সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।+

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আবাসিক ভবনে (গ্রিন সিটি) আসবাবপত্র সরবরাহে অস্বাভাবিক দাম ধরে দুর্নীতি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। সেখানে একটি বালিশের পেছনে ৬ হাজার ৭১৭ টাকা ব্যয় দেখানোর খবর গণমাধ্যমে আসায় এটা ‘বালিশ দুর্নীতি’হিসেবে পরিচয় পেয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৩ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে ৩১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের দায়ে চারটি মামলা করে। এর মধ্যে তিনটি মামলার আসামি ঠিকাদার শফিকুল ইসলাম।