ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য আরো ৩৫ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা

News Editor
  • আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরো ৩৫ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বিষয়ক দাতা দেশ ও সংস্থাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ২০ কোটি, ইউরোপীয় ইউনিয়ন ৯ কোটি ৬০ লাখ ও যুক্তরাজ্য ৪ কোটি ৭৫ লাখ ডলার দেবে।

ভাষানচরে নিয়ে যাওয়া হবে রোহিঙ্গাদের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাতা দেশ ও সংস্থাগুলোর এই বৈঠকে বাংলাদেশের তরফে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অংশ নেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলাকালে মিয়ানমারে অন্য দেশের বিনিয়োগ করার প্রশ্নে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশগুলোর সদিচ্ছাও প্রশ্নবিদ্ধ হয়েছে।

এছাড়াও বৈঠকে বাংলাদেশে বিপুল পরিমাণ রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে রাখার মতো পরিস্থিতি নেই উল্লেখ করে যত দ্রুত সম্ভব তাদের মিয়ানমারের রাখাইনে ফেরাতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা দেয়ার জন্য দাতা দেশগুলো দীর্ঘমেয়াদী সহায়তা কার্যক্রমের কথা বললেও সেখানে বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোহিঙ্গাদের জন্য আরো ৩৫ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা

আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরো ৩৫ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বিষয়ক দাতা দেশ ও সংস্থাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ২০ কোটি, ইউরোপীয় ইউনিয়ন ৯ কোটি ৬০ লাখ ও যুক্তরাজ্য ৪ কোটি ৭৫ লাখ ডলার দেবে।

ভাষানচরে নিয়ে যাওয়া হবে রোহিঙ্গাদের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাতা দেশ ও সংস্থাগুলোর এই বৈঠকে বাংলাদেশের তরফে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অংশ নেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলাকালে মিয়ানমারে অন্য দেশের বিনিয়োগ করার প্রশ্নে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশগুলোর সদিচ্ছাও প্রশ্নবিদ্ধ হয়েছে।

এছাড়াও বৈঠকে বাংলাদেশে বিপুল পরিমাণ রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে রাখার মতো পরিস্থিতি নেই উল্লেখ করে যত দ্রুত সম্ভব তাদের মিয়ানমারের রাখাইনে ফেরাতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা দেয়ার জন্য দাতা দেশগুলো দীর্ঘমেয়াদী সহায়তা কার্যক্রমের কথা বললেও সেখানে বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।