শখ করে সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের
- আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১১১৩ বার পড়া হয়েছে
মোঃ ইসমাইল হোসেন/মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে শখ করে বাই সাইকেল চালাতে গিয়ে মো. সাব্বির হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার পূর্ব তিনটহরীর মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ঐ ব্যক্তির বাড়ি চট্টগ্রামের পশ্চিম রাউজান এলাকার সালদি সরকার বাড়ির আবুল কালাম’র ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানান, পূর্ব তিনটহরীর মুসলিম পাড়া এলাকার কয়েকজন ছেলে বাইসাইকেল চালাচ্ছিলেন। তখন তাদের কাছ থেকে শখের বসত বাইসাইকেল চালাতে চাইলে তাকে একজন বাইসাইকেল দেন। এক পর্যায়ে উঁচু পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টিলার নিচে থাকা কালভার্টের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শখ করে বাইসাইকেল চালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরবর্তি কার্যক্রম চলমান রয়েছে।



















