শিরোনাম:
শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের কিশোরগঞ্জ জেলা শাখার আহব্বায়ক কমিটি ঘোষণা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১১৫৩ বার পড়া হয়েছে
রায়হান জামান স্টাফ রির্পোটারঃ
শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের অধীনস্ত কিশোরগঞ্জ জেলা শাখার আহব্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি এম. ডি শহিদুল ইসলাম রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাওন মুহাম্মদ জিসান এর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মেরাজ নাছিম আহব্বায়ক ও আশিক হাসান আরমান সদস্য সচিব করে এ কমিটির অনুমোদান দেন।
কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, আহব্বায়ক-মেরাজ নাছিম,যুগ্ম আহব্বায়ক-সোহাগ হোসাইন,যুগ্ম আহব্বায়ক-মাসুদ রানা,যুগ্ম আহব্বায়ক- ফারাবি মাহামুদ নাদিম, যুগ্ম আহব্বায়ক-হিমেল আহাম্মেদ সগের, যুগ্ম আহব্বায়ক-জহিরুল ইসলাম সুমন, যুগ্ম আহব্বায়ক-আবু সাঈদ, যুগ্ম আহব্বায়ক-শাকিব হাসান ধ্রুব, যুগ্ম আহব্বায়ক-রবিন শাহ, যুগ্ম আহব্বায়ক-সুবেল আহম্মেদ, যুগ্ম আহব্বায়ক-ভাবল পাল, যুগ্ম আহব্বায়ক-শরিফুল ইসলাম রমজান, যুগ্ম আহব্বায়ক-এ কে এম প্রান্ত, যুগ্ম আহব্বায়ক-রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহব্বায়ক-বায়েজিদ হাসান, যুগ্ম আহব্বায়ক-এ আর আশরাফ,সদস্য সচিব-আশিক হাসান আরমান,সদস্য- মো.জুয়েল রানা, সদস্য- মো. নূরুজ্জামান, সদস্য-এনায়েত অমি কনক, সদস্য-রাসেল খান আকাশ, সদস্য-মো.সাব্বির হোসেন, সদস্য-রফিউল ইসলাম নাঈম, সদস্য-আলমগীর হাসান নাজিম।
















