DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শার্শায় মাদক উদ্ধার অভিযানে দারোগাকে ছুরিকাঘাত

Astha Desk
আগস্ট ১৩, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় মাদক উদ্ধার অভিযানে দারোগাকে ছুরিকাঘাত

 

বেনাপোল প্রতিনিধিঃ

মাদক উদ্ধার অভিযানে যেয়ে মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে শার্শা থানার এএসআই আল আমিন গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে থানায় নিয়ে গেছে। আজ রোববার (১৩ আগষ্ট) বিকাল সাড়ে ৫ সময় শার্শা থানার শ‍্যামলাগাছি গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার বিকালে শার্শা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শ‍্যামলাগাছি গ্রামে মাদক আস্তানায় অভিযান চালিয়ে একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করে। এসময় ঐ মাদক ব‍্যবসায়ীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর আক্রমণ করে মাদক ব‍্যবসায়ীরা এবং এএসআই আল আমিনকে গুরুতর আহত করে।

 

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগের চিকিৎসা ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, বিকালে আহত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসে। তার হাতে এবং হাটুতে ছুরিকাঘাতে আঘাতের চিহ্ন রয়েছে।

 

শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত চলছে। উদ্ধার অভিযান অব‍্যহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১