শিরোনাম:
শাহজালালে সৌদিয়া এয়ারলাইন্সের আড়াই কেজি সোনাসহ যাত্রী আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেদ্দা থেকে সৌদিয়া এয়ারলাইন্সের বিমানে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। তারা হলেন- মো. সুমন মিয়া (৪১) ও তৌহিদুল ইসলাম (৩৯)।
জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলের বাইরে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আড়াই কেজি ওজনের সোনা পাওয়া যায়। এ বিষয়ে আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

















