অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের ক্যাম্পের দ্বিতীয় ধাপের অনুশীলনের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
২০২২ যুব বিশ্বকাপ সামনে রেখেই এ দলকে বিশেষভাবে প্রস্তত করতে চায় বলে জানিয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।
আরও পড়ুনঃপাঞ্জাবের ৯৭ রানের বিশাল জয়
বিসিবি নির্বাচক যাই বলেন,ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ ট্রফি যে অনূর্ধ্ব ১৯ দলের হাত ধরে এসেছে। বিশ্বকাপ জয়ী দলের ওপর প্রত্যাশার চাপ তো থাকবেই। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে দীর্ঘদিন পর মাঠের অনুশীলনে ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ বলে আরও জানান তিনি।
৪৭ জন ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে প্রথম ধাপের ক্যাম্প চলেছে ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। পরের ধাপে অনুশীলন হবে আরও ৪ সপ্তাহ। এবার দলটাকে বেশ ছোট করে এনেছেন নির্বাচকরা।
করোনা মহামারিতে সময় নষ্ট হয়েছে। এবার তাই বিকেএসপির ক্যাম্পে সিরিয়াস সবাই। ২৯ সেপ্টেম্বর মিরপুরে রিপোর্ট করবে যুবারা। ৩০ সেপ্টেম্বর করা হবে করোনা পরীক্ষা।