শেখ হাসিনার গাড়িবহরে হামলা:বিএনপির সাবেক এমপিসহ ৩৪ আসামি কারাগারে
- আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে তাদের কারাগারে পাঠিয়ে আগামি বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রায়ের দিন নির্ধারণ করেন বিচারক মো. হুমায়ুন কবীর।
সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অভিযোগে মামলায় পুলিশ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নামে চার্জশিট দেন। বুধবার (২৭ জানুয়ারি) মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনিসহ ৩৪ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। টাইগার খোকন নামে একজন আগে থেকে কারাগারে রয়েছেন। বাকি ১৫ আসামি পলাতক রয়েছেন।



















