শিরোনাম:
শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১০৮৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।
জানা যায়, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
















