শ্বাসকষ্টের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়েছে। তিনি রাজধানী’র এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ মে) বিকালে দৈনিক আস্হাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর চিকিৎসক দলের একজন সদস্য।
তিনি জানান, শ্বাসকষ্ট দেখা দিলে বেগম জিয়াকে দ্রুত সিসিইউতে নেওয়া হয়। সেখান থেকে বের করে বিকাল পৌনে পাঁচটার দিকে তাঁর কার্ডিও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে তাঁকে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেওয়া হলে ১১ এপ্রিল খালেদা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেওয়ার পর আবারও ফল পজিটিভ আসে।
এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সাহাবুদ্দিন তালুকদার-এর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে। এ ছাড়া আগে থেকেই এফ এম সিদ্দিকী’র নেতৃত্বে চার সদস্যের মেডিকেল টিম তাঁর চিকিৎসা দিচ্ছে। এই দুই মেডিকেল বোর্ড মিলেই হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।