শ্যামনগরে দশ লক্ষ টাকার মালামাল লুটপাট করলো অজ্ঞান পার্টি
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলার সদর স্যামসাং শো-রুম এর প্রোপাইটার ভুরুলিয়া নিবাসী মোঃ তুহিনের বাড়িতে দুর্ধর্ষ চেতনা নাশক স্প্রে ও ফুট পইয়ইজিং করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও ব্যবহৃত আইফোন লুট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টি।
এসময় তুহিনসহ তার পরিবারের পিতা আহাদ আলী (অবঃ প্রাপ্ত শিক্ষক), মাতা শাহিদা খাতুন, বোন সোমা পারভীন, স্ত্রী মাঈশা, ভাগ্নী মানহা অচেতন হয়ে ঘরে পড়ে থাকেন।
পরবর্তীতে বিষয়টা জানাজানি হলে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। আহাদ আলী (অবঃ প্রাপ্ত শিক্ষক) শ্যামনগর হাসপাতালে ভর্তি। অন্যরা প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৪ জুলাই) গভীর রাঁতে শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নে দেউলদিয়া গ্রামে আহম্মাদ মাস্টারের বাড়িতে। প্রায় ১০ (দশ) লক্ষ টাকার মালামাল দূর্বৃত্তরা নিয়ে গেছে বলে জানা যায়।
এই বিষয় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু বলেন, আমি জানতে পেরেছি ঘটনার দিন রাতে সবাই যখন ঘুমের মধ্যে তখন দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে নগদ ১ লাখ টাকা, দেড় লাখ টাকা মূল্যের একটি স্যামসাং ব্রান্ডের মোবাইল সেট ও ছয় ভরি স্বর্ণালংকারসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এই বিষয়ে শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।