DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরের নিখোঁজ কুদ্দুসের লাশ ভারতে

মোঃ শাহাজান ইসলাম
মার্চ ২৪, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ শাহাজান ইসলাম শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আকষ্মিক টর্নেডোর আঘাতে উপজেলার রমজাননগর ও কৈখালী দু’টি ইউনিয়নের ৫টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে টর্নেডোর আঘাতে ৫শতাধিক ঘরবাড়ি বিদ্ধস্ত হয়। এই সময় স্থানীয় একটি নদীতে মাছ ধরাবস্থায় মোঃ কুদ্দুস গাজী (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়। তিনি পূর্ব কৈখালী গ্রামে রমজান গাজীর ছেলে। ওই জেলের লাশ উদ্ধারের বাংলাদেশের নৌ বাহিনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্ধারে সহযোগীতা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকাল নয় টার দিকে টর্নেডোয় নিখোঁজ ব্যক্তি কুদ্দুসের মৃতদেহ ভারতের ল্যান্ডের অংশে দৃশ্যমান হওয়ার পরে বিজিবি ও বিএসএফ মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে। বিএসএফ এর পক্ষ থেকে একটি ছবিও পাঠিয়েছে তারা। বিজিবি ও বিএসএফ এর মধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্নের পরে মৃতদেহ হস্তান্তর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮