ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর ভিডব্লিউবি কার্ডের তদন্তে সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১০৪ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের পর ভিডব্লিউবি কার্ডের তদন্তে সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন

মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের পর তদন্তে ভিডব্লিউবি কার্ডের চুড়ান্ত তালিকায় বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সত্যতা পেয়েছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের তদন্ত কর্মকর্তারা।

জানাযায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন পারভিন তার কার্যালয়ে দুই কর্মকর্তাকে দিয়ে প্রথম দফা তদন্ত করান। যাতে বিত্তবান, দুটি পাকা বাড়ির মালিকসহ এক দুস্থ মহিলাকে টাকার বিনিময়ে ভিডব্লিউবি কার্ড দিয়েছে এমন তথ্যের সত্যতা পায়।

মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন পারভিন জানান, প্রকাশিত সংবাদের সত্যতার প্রমান মিলেছে, তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়েছে।

এদিকে মহিলা বিষয়ক কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, ২ সেপ্টেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদকে প্রধান করে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করে, তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং ৩ কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের কথা বলেছেন।

তদন্ত কমিটির প্রধান কৃষিবিদ নুর মোহাম্মদ বলেন, আমাদের তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। পুটিজানা ইউনিয়ন এবং রাঙ্গামাটিয়া ইউনিয়নে তদন্তে বিত্তবান দুই পাকা বাড়িয়ালার স্ত্রীর নামে ভিডব্লিউবি কার্ডের তালিকায় নাম পাওয়া গেছে।

এছাড়াও প্রকাশিত সংবাদের বেশ কিছু সত্যতাও পাওয়া গেছে। আমাদের তদন্ত টিমের ৩ সদস্যের মধ্যে একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশিক্ষনে থাকায় রোববার তদন্ত রিপোর্ট এখনো উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে জমা দেয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তার তদন্ত রিপোর্ট পেয়েছি। এছাড়াও দ্বিতীয় দফায় দেয়া ৩ কর্মকর্তার তদন্তের রিপোর্ট এখনো হাতে পাইনি। এ রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট “ভিডব্লিউবি প্রকল্প দুস্থের কার্ড যাচ্ছে সচ্ছলদের হাতে” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

ট্যাগস :

সংবাদ প্রকাশের পর ভিডব্লিউবি কার্ডের তদন্তে সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

সংবাদ প্রকাশের পর ভিডব্লিউবি কার্ডের তদন্তে সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন

মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের পর তদন্তে ভিডব্লিউবি কার্ডের চুড়ান্ত তালিকায় বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সত্যতা পেয়েছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের তদন্ত কর্মকর্তারা।

জানাযায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন পারভিন তার কার্যালয়ে দুই কর্মকর্তাকে দিয়ে প্রথম দফা তদন্ত করান। যাতে বিত্তবান, দুটি পাকা বাড়ির মালিকসহ এক দুস্থ মহিলাকে টাকার বিনিময়ে ভিডব্লিউবি কার্ড দিয়েছে এমন তথ্যের সত্যতা পায়।

মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন পারভিন জানান, প্রকাশিত সংবাদের সত্যতার প্রমান মিলেছে, তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়েছে।

এদিকে মহিলা বিষয়ক কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, ২ সেপ্টেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদকে প্রধান করে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করে, তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং ৩ কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের কথা বলেছেন।

তদন্ত কমিটির প্রধান কৃষিবিদ নুর মোহাম্মদ বলেন, আমাদের তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। পুটিজানা ইউনিয়ন এবং রাঙ্গামাটিয়া ইউনিয়নে তদন্তে বিত্তবান দুই পাকা বাড়িয়ালার স্ত্রীর নামে ভিডব্লিউবি কার্ডের তালিকায় নাম পাওয়া গেছে।

এছাড়াও প্রকাশিত সংবাদের বেশ কিছু সত্যতাও পাওয়া গেছে। আমাদের তদন্ত টিমের ৩ সদস্যের মধ্যে একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশিক্ষনে থাকায় রোববার তদন্ত রিপোর্ট এখনো উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে জমা দেয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তার তদন্ত রিপোর্ট পেয়েছি। এছাড়াও দ্বিতীয় দফায় দেয়া ৩ কর্মকর্তার তদন্তের রিপোর্ট এখনো হাতে পাইনি। এ রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট “ভিডব্লিউবি প্রকল্প দুস্থের কার্ড যাচ্ছে সচ্ছলদের হাতে” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।