মোফাজ্জল হোসেন ইলিয়াছ,খাগড়াছড়ি প্রতিনিধিঃসনাতন ধর্মাম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব স্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে মহা সপ্তমীর তিথিতে আজ শুক্রবার পানছড়ির বিভিন্ন পুজা মন্ড পরিদর্শন করেন, পানছড়ির কৃতি সন্তান, লতিবান ইউনিয়নের টানা ৩বারের নির্বাচিত চেয়ারম্যান, দুর্নীতি মুক্ত, সৎজ্জন হিসাবে পরিচিত বহু স্কুল কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগি ও অসাম্প্রদায়িক ব্যক্তি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা।
সরকার ভিন্ন নামে ‘বাকশাল’ প্রতিষ্ঠা করছে : জাফরুল্লাহ
তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ১০টি পুজা কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে ১০হাজার টাকা করে সর্বমোট ১লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
এই সময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন বৈদ্য, উজ্জল চৌধুরীসহ উপজেলা আওয়ামীলীগ’র নেতৃবৃন্দ, লতিবান ইউনিয়ন আওয়ামীলীগ’র সভাপতি সাজেই মার্মা, সাধারন সম্পাদক নিরঞ্জন কার্বারী, ছাত্রলীগ সভাপতি দীপংনকর ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান কিরন ত্রিপুরা, হেডম্যান ভুমিধর রোয়াজা প্রমূখ।
এই সময় জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, মা দুর্গা প্রত্যেক বছর মর্তলোকে একবার এসে মানুষের মাঝে মেসেজ দিয়ে যান যে, পৃথিবীতে যারা দুর্বৃত্তায়ন, দুর্নীতিবাজ, অহংকারি, ব্যাভচারী তারা অবশ্যই সময়ের অন্তরে কোন একদিন ধ্বংস হবেই! তাই তিনি সকলকে সত্য, ন্যায় ও ধর্মের পথে চলার জন্যে আহ্বান জানান।