DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সম্প্রতি দেশে ২ বছরে ধর্ষণ বেড়েছে দিগুণ

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা দিগুণ হারে বেড়েছে। যার কারণে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশব্যাপী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বস্তরের মানুষ। তারা দ্রুত বিচার থেকে শুরু করে সাক্ষী সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করার কথা বলছেন।

জনমনে প্রশ্ন উঠছে, কোনো চলমান ঘটনা জনগণের কাছে ইস্যু হলেই কেবল আন্দোলন হয় কেন? দীর্ঘদিনের ক্ষোভ জমতে জমতে বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তবে এটার ধারাবাহিক সামাজিক প্রতিরোধ থাকতে হবে।

আইন ও সালিসকেন্দ্রের তথ-উপাত্ত অনুযায়ী ২০১৭-১৮ সালের তুলনায় ২০১৯-২০ সালে দেশে ধর্ষণ বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০১৬ সালে সারাদেশে ধর্ষণের ঘটনা ঘটে ৭২৪টি, ২০১৭ সালে ৮১৮, ২০১৮ সালে ৭৩২, ২০১৯ সালে ১৪১৩ এবং ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা পাওয়া যায় ৯৭৫টি। অর্থাৎ ২০১৯ ও ২০২০ সালে গড়ে প্রতিদিন চারজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। যেখানে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে এই সংখ্যা ছিল দুজন।

ইলিশ ধরার শেষ দিনে আড়তে উপচে পড়া ভিড়, বিক্রি হচ্ছে চড়া দামে

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এপ্রিল মাস থেকে ধর্ষণের মাত্রা বাড়তে শুরু করে। এ বছরের মার্চ মাসে ধর্ষণের ঘটনার সংখ্যা ছিল বছরের সর্বনিম্ন। সেপ্টেম্বর মাসেই ৬৭টি ধর্ষণের ঘটনা পাওয়া যায়। এরপর প্রতি মাসেই ধর্ষণের সংখ্যা বাড়তে থাকে। এপ্রিল মাসে ধর্ষণের সংখ্যা ছিল ৭৬, মে মাসে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৪-তে।

জুনে ধর্ষণের পরিমাণ মারাত্মক হারে বেড়ে ১৭৬-এ দাঁড়ায়, যা মার্চ মাসের সংখ্যার থেকে প্রায় তিন গুণ বেশি। এরপর জুলাই ও আগস্ট মাসেও এই বৃদ্ধি জারি থাকে। জুলাই ও আগস্ট মাসে ধর্ষণের সংখ্যা ছিল যথাক্রমে ১৪০টি ও ১৪৮টি। সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৮৬টি। এই হ্রাসের কারণ হিসেবে আন্দোলন ও পুলিশি তৎপরতা একটি প্রভাবক হতে পারে।

আরো পড়ুন :  ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক

২০১৯ সালের মাসিক বিশ্লেষণেও একই চিত্র দেখা যায়। বছরের শুরুতে ধর্ষণের সংখ্যা কম থাকে কিন্তু এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের ঘটনা বেশি পাওয়া যায়।

এ ছাড়া ২০১৯ সালে পুরো বছরে ধর্ষণের শিকার হয়েছে ১৪১৩ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭৬ জনকে। এমনকি ধর্ষণের পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ১০ জন। বয়সভিত্তিক চিত্রের দিকে তাকালে দেখা যায়, ৬ বছর থেকে ১৮ বছরের শিশু-কিশোরেরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হচ্ছে। পুরো বছরে ১৪১৩ জনের মধ্যে ধর্ষণের শিকার ৫৬২ জনের বয়স ১৮ বছরের নিচে। 

ঠিক একই চিত্র ২০২০ সালেও। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯৭৫ জন ধর্ষণের শিকার নারীদের মধ্যে ৩৯৯ জনের বয়স আঠারোর নিচে। ধর্ষণের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায় ধর্ষকদের প্রধান টার্গেটই থাকে ১৮ বছর বয়সের নিচে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩