DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সরকারি বাংলো ছাড়তে হবে রাহুল গান্ধীকে

Astha Desk
মার্চ ২৮, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি বাংলো ছাড়তে হবে রাহুল গান্ধীকে

 

আস্থা ডেস্কঃ

 

রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের পর সরকারি বাংলো ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়তে এই নোটিশ দেওয়া হয়। আজ সোমবার কংগ্রেসের এই নেতাকে নোটিশ দিয়েছে লোকসভার হাউজিং কমিটি। তবে রাহুলের তরফ থেকে দাবি করা হয়েছে, এমন কোনো নোটিশ তারা পাননি। (সূত্র-এনডিটিভি ও আনন্দ বাজার)।

 

মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গত বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের সাজা দিয়েছে গুজরাটের জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

 

সেই সূত্র ধরে গত ২৩ মার্চ রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপরই সেই বাংলো খালি করতে নোটিশ দেওয়া হলো রাহুল গান্ধীকে।

 

সাংসদ পদ খারিজ হওয়ার পর শুক্রবার বিকাল ৫টা ২৭ মিনিটে টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। প্রতিটি মূল্য চোকাতে প্রস্তুত।

 

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ ছিলেন রাহুল। সেই সূত্রে দিল্লিতে ১২ তুঘলক রোডে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮