DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Ellias Hossain
আগস্ট ২৯, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

দৈনিক বাংলার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকসহ ২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক বাংলা’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও রিপোর্টার আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (২৭ আগস্ট) বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকায় ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শিরোনামে ২০ জনকে টার্গেট করে এবং ২০ জনের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে দৈনিক যুগান্তরের তখনকার স্টাফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশন এবং দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির নামও প্রকাশ করেন। পরে ১০ জানুয়ারি শফিউল্লাহ শফি বাদী হয়ে এই দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ১শ কোটি টাকার মানহানি মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন জমার নির্দেশ দেন। ওসি আদালতের নির্দেশনা মতে ইন্সপেক্টর সুজন কান্তি বড়ুয়াকে মামলাটি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ ছয় মাস তদন্ত শেষে গত ১৫ জুন তদন্ত প্রতিবেদন আদালতে জমা করেন। ধার্য তারিখ মতে আদালত ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে রবিবারের (২৭ আগস্ট) মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ওই আদালতের পেশকার আমির হোসেন বলেন, গত ১০ জানুয়ারি সাংবাদিক শফিউল্লাহ শফির করা শত কোটি টাকার মানহানি মামলার দুই আসামিকে রবিবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসামিরা হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, বিগত ছয় মাস তদন্ত শেষ করে মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেছিলেন। ওই প্রতিবেদন আমলে নিয়ে বিচারক দুই আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন।

আরো পড়ুন :  খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লিঃ এর ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আরিফুজ্জামান তুহিন বাংলা বলেন, ‘আমি কোনও সমন পাইনি। আদালতে হাজির হবো কীভাবে?

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬