DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাকিব ফিটনেস টেস্টে অংশ নেবেন

News Editor
নভেম্বর ৮, ২০২০ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মহামারি করোনাভাইরাস টেস্টে উত্তীর্ণ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত কাল থেকে শুরু হওয়া ফিটনেস টেস্টে অংশ নেবেন সাকিব । বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, সাকিবের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সাকিব ফিটনেস টেস্টে অংশ নেবেন ।

আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। যা আগামী ২১ বা ২২ নভেম্বর থেকে শুরু হবে।

সাকিবসহ ১১২জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ড্রাফটের তালিকায় থাকা বাধ্যতামূলক ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হবে।

আগামী ১২ নভেম্বর টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

তবে সাকিবের ফিটনেস পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নয় বিসিবি। তারপরও নিজেকে প্রমাণ করতে হলে সাকিবকে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির পাঁচ দলের নাম চূড়ান্ত, প্লেয়ার্স ড্রাফট ১২ তারিখ

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, আমি মনে করি না, ফিটনেস পরীক্ষা তার জন্য সমস্যার কিছু হবে।

তিনি আরো বলেন, তবে ফিটনেসের একটা স্ট্যান্ডার্ড আছে। সে স্ট্যান্ডার্ডে তো সবাইকে মেনে চলতে হবে। সাকিব বিদেশ থেকে এসেছে এবং এক বছর ধরে ক্রিকেটের বাইরে ছিল। আমরা বিশ্বাস করি, সে সময় পেলে নিজের ফিটনেসের উন্নতি করতে পারবে। তাই তাকে নিয়ে আমরা চিন্তিত নই।

বাংলাদেশের শ্রীলংকা সফর বাতিল না হলে, ঐ সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব। কিন্তু এখন ঘরোয়া আসর দিয়েই ক্রিকেটে ফিরবেন তিনি।

গত অক্টোবরে শ্রীলংকা সিরিজকে সামনে রেখে গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। ঐ সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিমের অধীনে চার সপ্তাহের ফিটনেস অনুশীলন ক্যাম্প করেন তিনি। অনুশীলন পর্বটি একেবারে রুদ্ধদার অবস্থায় হয়েছিলো।

এর আগে, জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে গেল বছরের ২৯ অক্টোবর সবধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করেন তিনি। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে বিকেএসপিতে ২ সপ্তাহ রূদ্ধদ্বার অনুশীলন করেন সাকিব আল হাসান। পরবর্তীতে সিরিজটি স্থগিত হয়ে গেলে আবারো যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।