DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাকিব-মুশফিকের শক্ত জুটিতে এগুচ্ছে বাংলাদেশ

স্পোর্টস
এপ্রিল ৫, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিকের সাথে ১৪৬ বলে ১৩০ রানে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন সাকিব আল হাসান। মুশফিক-সাকিব জুনই ফিফটির পর নিজেদের ইনিংস বড় করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চবিরতিতে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান। সাকিব ৭৪ ও মুশফিক ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন।

ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে ২১৪ রানে গুটিয়ে দিনে আগের দিন শেষ বিকেলে দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। বুধবার টেস্টের দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম ও মুমিনুল হক জুটিই ছিল ভরসা। কিন্তু কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না তারা। মুমিনুলের আউটে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম দিনের শেষ বিকেলে খেলতে নেমে মুখোমুখি হওয়া প্রথম বলেই মার্ক অ্যাডাইয়ারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান নাজমুল হোসেন শান্ত। এরপর দিনের একদম শেষ বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তামিম ইকবাল। ৩৬ বলে ২১ রান করেন তিনি। ২ উইকেটে ৩৪ রান হারানো বাংলাদেশ দল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে।

অপরাজিত মুমিনুল হকের সঙ্গী হন মুশফিকুর রহিম। কিন্তু মুমিনুল বেশি দূর টানতে পারেননি দলকে। অ্যাডাইয়ারের বলে লেগ স্টাম্প ছেড়ে দেন তিনি, হন বোল্ড। ৩৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরত যেতে হয় তাকে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ২১৪ রানে অলআউট হয় আয়ারলান্ড।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।