সোহরাব হোসেন,সাতক্ষীরা প্রতিনিধিঃ আজ ১/১১/০২০ রবিবার সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী। বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মোঃ আরমান আলি, ইব্রাহিম ফকির, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোমিন হাওলাদার, দপ্তর সম্পাদক বাবলু হাসান, অর্থ সম্পাদক আব্দুল আলিম, সদস্য মীর বাপ্পি, নেত্রী নাজমা খাতুন, সদর উপলো সভাপতি গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আশাশুনি উপজেলা সভাপতি মারুফা আমিরুল, সহ-সভাপতি নেপাল বাছার, কার্যকরি সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আসিফ মোড়ল, সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি কওছার ও সামাদের নেতৃত্বে ভূমিহীনদের দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু সম্প্রতি এক অসাধু ব্যক্তি স্বার্থে একটি কুচক্রী মহল কতিপয় চাঁদাবাজ ও প্রতারকদের দিয়ে একটি ভুঁইফোড় ভূমিহীন কমিটি তৈরি করে ভূমিহীনদের সাথে প্রতারনা করে যাচ্ছে। তারা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটিয়ে যাচ্ছে। যে প্রতারকরা নিজেদের ভূমিহীনদের বলে দাবি করে যাচ্ছেন। তাদের পরিচয় সাতক্ষীবাসী সকলেই অবগত আছেন। ইতোপূর্বে ভূমিহীনদের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অথচ কুচক্রী মহলের ইন্ধনে ওই ব্যক্তিরাই ভূমিহীন নেতৃবৃন্দের বিরুদ্ধে মান হানিকর বক্তব্য প্রদান করে হয়রানির পায়তারা চালিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দ উল্লেখিত ব্যক্তিদের সাথে কোন ভূমিহীনদের যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন এবং তাদের আইনে সোপর্দ করার দাবি জানিয়েছেন।