রেজওয়ান উল্লাহ,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার জেলায় ভ্রাম্যমাণ আদালতের ১২টি অভিযানে ৫৮টি মামলায় ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের এ সংক্রান্ত প্রেস নোটে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয়ে তদারকির নিমিত্ত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।