সাতক্ষীরার কলারোয়ায় বিডিপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
রেজওয়ান উল্লাহ/সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাতে বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি’র) প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিডিপির কলারোয়া শাখার আয়োজনে এ উপজেলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বিডিপির কলারোয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ জি. এম সালাউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টি (বিডিপির) চেয়ারম্যান এ্যাডঃ এ. কে. এম আনোয়ারুল ইসলাম চান।
উপজেলা সেক্রেটারি মনিরুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মুরাদ হোসেনের যৌথ সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান আলোচক উপস্থিত ছিলেন, পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাজমুল হক নাঈম।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন রায়হান, সাতক্ষীরা জেলা সভাপতি এ্যাডঃ সাইফুজ্জামান মিঠু, জেলা সেক্রেটারি অধ্যক্ষ কামাল উদ্দীন, জেলা প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সাংবাদিক সাইদুর রহমান, কলারোয়া উপজেলা শাখার সহ-সভাপতি মহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, অফিস সম্পাদক আনোয়ার আলী, কোষাধ্যক্ষ শাজাহান কবির, সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর এবং মহিলা সদস্য আম্বিয়া খাতুন প্রমুখ।
সম্মেলনে অতিথিবৃন্দ বলেন, দেশ এক ক্রান্তিকাল মুহুর্ত অতিক্রান্ত করছে, ঐক্যবদ্ধ এখন সময়ের দাবি।
স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও বাংলাদেশের মুক্তিকামী মানুষ শোষণ ও বঞ্চনার হাত থেকে এখনও মুক্তি লাভ করতে পারেনি। বিগত শাসক গোষ্ঠী মানুষের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।বর্তমানেও সে ধারা ক্রমবর্ধমান ভাবে চরম আকার ধারণ করেছে। গতানুগতিক রাজনীতি দিয়ে তা রোধ করা অসম্ভব। তাই শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির স্লোগান নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তিনি সকল নেতা কর্মীকে পার্টির উদ্ভাবনী আদর্শ, ঐক্য, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার স্বরূপ মানুষের নিকট পৌঁছে দেয়ার উদাত্ত আহবান জানান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অনিশ্চিয়তা থেকে দেশকে উত্তরণে জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সকল স্তরের জনগণকে নিয়ে এ অবস্থা থেকে জাতীকে মুক্তির পথ বের করবে ইনশাআল্লাহ।