DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

DoinikAstha
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

সোহরাব হোসেন, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত র শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খাঁন, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।এছাড়াও উপস্থিত কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, উপজেলা বিআরডিবির আরডি ও এ এস এম সোহেল হোসেন প্রমুখ।প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের আলাদা কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলায়একমাত্র ইভিএম এ ভোট গ্রহন করা হবে হেলাতলা ইউনিয়নে সে লক্ষে আগামী কাল দুই দিন ব্যাপী ইভিএম ভোট কেন্দ্র যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর, বক্তব্য রাখেন বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো.ইউনুচ আলী,নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ভূমিকা নিয়ে দিক নির্দেশনা দেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রিজাইডিং , সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের উদ্দেশ্য বলেন- আইন শৃঙ্খলা বাহিনী ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করবে, নির্বাচনে কোন প্রকারে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ থাকবে না।আপনারা সাহসী ভূমিকা নিয়ে ন্যায় নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬