DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সানরাইজার্সের ওপেনিং জুটির রানই তুলতে পারেনি পাঞ্জাব!

News Editor
অক্টোবর ৯, ২০২০ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ওপেনিং জুটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার আর জনি বেয়ারস্টো মিলেই তুলেন ১৬০ রান। আর পরে জবাব দিতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব অলআউট হয়ে গেছে ১৩২ রানে! আইপিএলের ২২তম ম্যাচ আর নিজেদের ৬ষ্ঠ ম্যাচে হেসেখেলেই জিতলো হায়দ্রাবাদ।

কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬৯ রানে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে বেয়ারস্টো এবং ওয়ার্নারের ফিফটিতে ২০১ রান তুলে ট্রেভর বেলিস শিষ্যরা। জবাব দিতে নেমে, মাত্র ১৩২ রানেই থেমে যায় পাঞ্জাব। একাই দলকে টানার চেষ্টা করে গেছেন পাঞ্চাবের উইন্ডিজ তারকা নিকোলাস পুরান।

রোনালদোর বাড়িতে ডাকাতি

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ছোট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার। পাঞ্জাবের বোলারদের পিটিয়ে বাউন্ডারির ফুলঝুরি ছোটান দু’জন। চার-ছক্কা যেন হাতের মোয়ায় পরিণত হয় তাদের। ১৫ ওভারে ১৬০ রান করার পর ভাঙে ওপেনিং জুটি। কিন্তু ততক্ষণে ফিফটি তুলে ফেলেন দুজনই।

৫২ রান করে ওয়ার্নারের বিদায়ের পর বেশিক্ষণ টেকেন নি বেয়ারস্টো। অল্পের জন্য সেঞ্চুরি মিস করে, ৯৭ রানে ফিরে যান তিনি।

তাদের বিদায়ের পর অবশ্য আর কেউ চড়াও হতে পারেননি সানরাইজার্সের। উইলিয়ামসনের ২০ রানই কেবল উল্লেখযোগ্য। তাতেই অবশ্য ২০১ রানের বড় সংগ্রহ পায় ওয়ার্নারের দল।

জবাব দিতে নেমে শুরুটা যাচ্ছেতাই হয় পাঞ্জাবের। রান আউটের খাঁড়ায় কাটা পড়েন ফর্মে থাকা মায়াঙ্ক আগারওয়াল। আর লোকেশ রাহুল ফিরে যান অভিষেকের বলে। তবে, নিকোলাস পুরাণের ব্যাটে স্বপ্ন দেখতে থাকে কিংস ইলেভেন। যদিও, সঙ্গ দিতে পারেন নি কেউই। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন ম্যাক্সওয়েল, মান্দিপ সিংরা। ফলে বৃথা গেছে পুরানের ৭৭ রানের ইনিংস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।