সাবাব ফাউন্ডেশনকে পিপিই দিলেন উপজেলা প্রসাশন
- আপডেট সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১০৪১ বার পড়া হয়েছে
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন’র পক্ষ থেকে মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘শাবাব ফাউন্ডেশন’কে ১৬ সেট পিপিই প্রদান করা হয়েছে।
বুধবার(২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শাবাব ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মুফতি হানজালা নোমানী, শাহাদাত হোসেন ফকির ও হাসিবুল হাসান সবুজ’র হাতে ১৬ সেট পিপিই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পলাশ,উপজেলা পরিষদের নাজির রাজীব কুমার প্রমুখ।
২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া বৈশ্বিক মহামারি করোনার ছোবলে যখন মানুষ মরতে শুরু করে তখন আত্মীয়-স্বজন লাশ দাফন কাফনে অস্বীকৃতি জানায়।
[irp]
সেই সময়ে মানবিক সংগঠন শাবাব ফাউন্ডেশন’র সদস্যবৃন্দ তখন থেকেই এসব লাশের গোসল, জানাজা,কবর ও দাফনের কাজে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত শাবাব ফাউন্ডেশন ১৬টি মানবিক দাফন সম্পন্ন করেছে। শাবাব ফাউন্ডেশন’র সদস্যদের সাথে বেশকিছু মানবিক মানুষ করোনা যোদ্ধা হিসেবে প্রশাসন’র সাথে কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন করোনা কালে শাবাব ফাউন্ডেশন সহ যে সকল মানবিক মানুষ বিভিন্ন ভাবে প্রশাসন’র সাথে কাজ করে যাচ্ছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
















