সাভার আশুলিয়া জামগড়ায় একটি শ্রমিক মহল্লাতে আগুন
- আপডেট সময় : ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১০৮০ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ বুধবার ১৭ মার্চ সকাল প্রায় ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পেছনের শ্রমিক কলোনিতে আগুন লাগে । এখন ও কোনো আহত নিহত হয় নাই। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।এলাকাবাসী বলেন, আব্বাসিয়া মার্কেটের পেছনের এই এলাকায় ছোট ছোট প্রায় ৩ শতাধিক আধা কাঁচা টিন শেডের ঘর রয়েছে। সেখানে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিক থাকেন। সকাল প্রায় ১১টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন লাগে। পরেক্ষনে আগুন ছড়িয়ে পড়ে পাশে ঘরগুলোতে। এ আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মরত অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সকাল ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সেখানে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরও বলেন, আমাদের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখনো কাজ করছি। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এ ছাড়া আনুমানিক প্রায় ৩০ থেকে ৪০টি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
















