সাভারে বিড ফেয়ার গার্মেন্টসর মালিক প্রতারকের সাথে জড়িত আল আমিন কে গ্রেফতার করে পুলিশ
- আপডেট সময় : ০৫:০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১০৮২ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
মঙ্গলবার ১৬ মার্চ সাভারে আল আমিন সরকারিভাবে ঘর ও টিউবওয়েল দেবার কথা বলে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গরীব অসহায়দের কাছ থেকে।
এই সংবাদটা চারদিকে ছড়িয়ে পড়াতে প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার ১৫ মার্চ রাত ১১টার দিকে সাভারের গেন্ডা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
‘ইউপি সদস্যকে টাকা দিয়েও ঘর মেলেনি’ ও ‘দুই লাখ টাকা দিয়েও ঘর পেল না জোবেদা’। এই চক্রের দুর্নীতির বিস্তারিত প্রকাশ করা হয়।
এরপর বিভিন্ন গণমাধ্যমে তার দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়।সাভারের কয়েকটি ইউনিয়নের মহিলা ইউপি সদস্যের মাধ্যমে বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদ (বিপিপিপি) সংস্থা খুলে এই দুর্নীতি ও প্রতারণা করেন। এই সংস্থার মহাপরিচালক হলেন আল আমীন।
তিনি গত দুই মাস যাবত বিড ফেয়ার নাম পোশাক কারখানার প্রায় দুই শত শ্রমিককে বেতন ভাতা না দিয়ে পলাতক ছিলেন।তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মোঃ আহসান হাবীব সাভার ঢাকা
















