DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সালথায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন আবু ছায়েম মোল্লা

Astha Desk
মে ২৬, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

সালথায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন আবু ছায়েম মোল্লা

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসা পর্যায়ে ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্লা ২০২৩ সালের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

 

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।

 

জানা গেছে, আবু ছায়েম মোল্লা ২০০৪ সালে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন।

 

ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসায় যোগদানের পর থেকেই সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন। তার মেধাবী ও দায়িত্বশীলতায় প্রশংসনীয় হওয়ার ক্ষেত্রে ভাল শিক্ষার্থী তৈরির ফলে ভালো ফলাফল অর্জন করে আসছেন।

 

 

তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।

 

আবু ছায়েম মোল্লা সালথা উপজেলা সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম ইসমাইল মোল্লা, মায়ের নাম রাহেলা বেগম। ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জনক।

 

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্লা বলেন, আজকের এঅর্জন আমার একার নয় মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক মহলের। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আনন্দিত ও গর্বিত কারণ আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিষ্ঠানের লেখাপড়ার মানউন্নয়নে নিজেকে সচেষ্ট রাখতে। ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার গুণগতমান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম। আজকের অর্জন আমাকে আরও অনুপ্রেরণা দিবে।

 

আরো পড়ুন :  বিএনপির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

 

মাদ্রাসার একাধিক অভিভাবকগণ বলেন, ২০০৪ সাল থেকে থেকে তিল তিল করে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসাটি প্রথমে দাখিল এরপরে আলিম এখন ফাজিল এবং কেন্দ্রীয় মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে ইসলামী শিক্ষায় শুরু থেকেই অবদান রয়েছে। দিন দিন প্রতিষ্ঠানের আরও উন্নতি কামনা করেন তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০