সিএসই বিভাগের নতুন চেয়ারম্যান হলেন ড. মৃনাল
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মৃনাল কান্তি বাওয়ালী।
আজ বুুধবার (১৪ জুন ) বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো: মুরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অএ বিশ্ববিদ্যালয় আইনের ২০০১ এর ২৫ (৩) ধারা মোতাবেক ড.মৃনাল কান্তি বাওয়ালী কে ৩ বছরের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি ড সালেহ আহমেদ সহযোগী অধ্যাপক এর স্থলাভিষিক্ত হবেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ড মৃণাল কান্তি বাওয়ালী বলেন,আমি সর্বপ্রথম পূর্ববর্তী চেয়ারম্যান ড সালেহ আহমেদ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি অত্যন্ত সফলতার সাথে তার মেয়াদকাল সম্পন্ন করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কে আমার প্রতি আস্থা রাখার জন্য। আমি সিএসই বিভাগের দায়িত্ব পেয়ে অবশ্যই আনন্দিত কিন্তু একই সাথে মনে করি এই দায়িত্ব আমার জন্য চ্যালেঞ্জের।আমি বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলকে সাথে নিয়ে বিভাগের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই।