সিঙ্গাপুরে চিকিৎসার গেলেন মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টারঃ
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এসময় তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মোঃ ইউনুস আলী বলেন, স্যার ও ম্যাডাম দুইজনই চিকিৎসা করাবেন সিঙ্গাপুরে। ৭৬ বছর বয়সি বিএনপি মহাসচিব এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও গনমাধ্যকে বলেন, স্যারের স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য ‘অ্যাপয়েনমেন্ট’ নিয়েছেন বলে জানিয়েছেন ইউনুস।এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা দুজনেই অসুস্থ। আমার স্ত্রীর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। আর আমার নতুন করে কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এর পর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।