সিন্ধু নিয়ে ভারত-পাকিস্তান নতুন উত্তেজনা
- আপডেট সময় : ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১০১০ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত
সিন্ধু অঞ্চলকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নতুন বিরোধ। মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত রবিবার দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, সিন্ধু অঞ্চল এখন ভারতের সঙ্গে নেই ঠিকই, তবে সীমান্ত বদলাতেই পারে। ভবিষ্যতে ওই অঞ্চল আবারও ভারতের কাছে ফিরে আসতে পারে। তার বক্তব্যকে ভারতীয় গণমাধ্যমগুলো ‘বিস্ফোরক’ মন্তব্য হিসেবে উল্লেখ করেছে।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর সিন্ধু নদীসংলগ্ন ওই অঞ্চল পাকিস্তানের অংশে পড়ে। সেখানে বসবাসকারী বিপুলসংখ্যক সিন্ধি হিন্দু দেশভাগের সময় ভারতে চলে আসেন। এই ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করে রাজনাথ সিং বলেন, সিন্ধি হিন্দুরা বিশেষত লালকৃষ্ণ আদভানির প্রজন্ম ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতাকে কখনোই মেনে নিতে পারেননি। আদভানি তার লেখায় উল্লেখ করেছেন, সিন্ধি হিন্দুরা আজও সিন্ধুর বিচ্ছিন্ন হওয়াকে মানতে পারেনি।
এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, রাজনাথ সিংয়ের বক্তব্য ‘বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।’ পাকিস্তানের মতে, ‘সিন্ধু ভারতে ফিরে আসতে পারে’ এ ধরনের মন্তব্য শুধু উসকানিমূলক নয়, বরং অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নেতাদের এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায়। পাশাপাশি নিজেদের দেশের নাগরিকদের বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করা এবং ইতিহাস বিকৃতির কারণে সৃষ্টি হওয়া বৈষম্য দূর করার পরামর্শ দেয়।























